উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু হয়েছে: ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর হেফাজতে মৃত্যুবরণকারী নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন রাজশাহী মহানগর পুলিশকে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণে হয়। এই রক্তক্ষরণজনিত 'শকে' মৃত্যুবরণ করেছেন জেসমিন।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন জানান, রাজশাহী মহানগর পুলিশকে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অতিরিক্ত চাপের কারণে। ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার ফলে ভেসেল (রক্তনালী) দুর্বল জায়গায় চাপ নিতে না পেরে ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে'।
সোমবার (৩ এপ্রিল) তিন সদস্যের তদন্ত কমিটি ময়নাতদন্তের এ চূড়ান্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জামান নিশাত রায়হান ও মেডিক্যাল অফিসার ডা. তাজনীন জাহান।
ডা. কফিল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কারণ মস্তিষ্কের বটমে অনেকগুলো বেরি অ্যানরিজম নামে ডেভেলপমেন্ট ত্রুটি থাকে। মস্তিষ্কের বটমে অনেকগুলো রক্তনালীর সমন্বয়ে গঠিত। সেই রক্তনালীর সংযোগস্থলে দুইটি স্থান ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শকে মারা গেছেন। অতিরিক্ত চাপ থেকে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে এ ধরনের মৃত্যু হয়েছে। এটা একটা প্রাকৃতিক ঘটনা'।
ডা. কফিল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কারণ মস্তিষ্কের বটমে অনেকগুলো বেরি অ্যানরিজম নামে ডেভেলপমেন্ট ত্রুটি থাকে। মস্তিষ্কের বটমে অনেকগুলো রক্তনালীর সমন্বয়ে গঠিত। সেই রক্তনালীর সংযোগস্থলে দুইটি স্থান ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শকে মারা গেছে। অতিরিক্ত চাপ থেকে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে এ ধরনের মৃত্যু হয়েছে। এটা একটা প্রাকৃতিক ঘটনা'।
জেসমিনের আঘাত পাওয়ার বিষয়ে কফিল উদ্দিন বলেন, কপালের বাম পাশে ছোট একটি ছেলা জখম পেয়েছি যার আকার হচ্ছে ২.৫ সেন্টিমিটার বা এক ইঞ্চিরও কম। 'কপালের তিনটি লেয়ারে সবচেয়ে উপরের লেয়ারের অংশটি ছিলে গেছে যার কারণে মৃত্যু হয়নি। এই আঘাতের কারণে তার মৃত্যু হয়নি। আরেকটি ডান হাতের কনুইয়ের ভেতরের দিকে ছোট একটা ফোলা জখম পেয়েছিলাম, যার আকার ২ সেন্টিমিটার। চিকিৎসা দেওয়ার সময় যখন ইনজেকশন দেওয়া হয় তখন ভেইন (শিরা) খুঁজে না পেলে একাধিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করলে এ ধরনের আঘাত তৈরি হয়। এজন্য আমরা অটোপসি রিপোর্টে বলেছি, এই জখমের কারণে তার মৃত্যু হতে পারে না'।
উল্লেখ্য, নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিন গত ২৪ মার্চ র্যাবের হেফাজতে মারা যান।
গত ২২ মার্চ বাড়ি থেকে হেঁটে অফিসে যাওয়ার সময় র্যাব-৫ এর একটি টহল দল তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতাল ও রামেক হাসপাতালে নেওয়া হয়। গত ২৪ মার্চ রামেক হাসপাতালে জেসমিন মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হক একটি সাধারণ ডায়েরি করেন, এতে অভিযোগ আনা হয়- একটি চক্র তার ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
র্যাবের ভাষ্যমতে, এই চক্রের জড়িতদের মধ্যে জেসমিনের নাম সামনে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।