বঙ্গবাজারের ব্যবসায়ীদের পর্যাপ্ত সহায়তা দেবেন প্রধানমন্ত্রী: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর গোরানে একটি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় গণমাধ্যমকে এ কথা বলেন মেয়র তাপস।
এর আগে মঙ্গলবার শেখ ফজলে নূর তাপস বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীদের দায়ী করে বলেছিলেন, বঙ্গবাজারে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ বলে বারবার ব্যবসায়ীদের সতর্ক করা হলেও তারা শোনেননি।
মেয়রের ভাষ্যে, "২০১৯ সালে এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। বারবার চিঠি দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও তাদের এখানে ব্যবসা করা থামানো যায়নি।"
ব্যবসায়ীদের অনাগ্রহের প্রতি হতাশা প্রকাশ করে মেয়র বলেন, "আমরা তো জোর করে এই কাজ করতে পারি না।"
তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ীদের স্থানান্তরের বিষয়ে সিটি কর্পোরেশনের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবসায়ীদের একটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
তবে বঙ্গবাজারে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিতে পারতো কিনা, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, "হাইকোর্টের আদেশের পর আমরা সেখানে কোনো কার্যক্রম চালাতে পারিনি। তাই কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।"
তবে অগ্নিকাণ্ডে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে জানান মেয়র ফজলে নূর তাপস।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, "বঙ্গবাজার এলাকার প্রায় ছয়টি মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৫০০০ ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদে বিক্রি করবেন বলে ব্যবসায়ীরা যেসব পণ্য কিনেছিলেন, সেগুলো সবই পুড়ে গেছে।"
তিনি বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ফায়ার সার্ভিসের টিম এ বিষয়ে কাজ করছে। তাদের তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এ বিষয়ে জানা যাবে। প্রধানমন্ত্রী নিজেই সরাসরি বিষয়টি তদারকি করছেন।
তদন্ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে কাজ করব। মন্ত্রণালয় জেলা প্রশাসনকে অবিলম্বে আহতদের ১৫০০০ টাকা করে প্রদানের নির্দেশ দিয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।
এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আট সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকা সাউথ রিজিয়ন-১ এর নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান প্রপার্টি অফিসার, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ঢাকা দক্ষিণের (পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং দ্রুত তা ভয়াবহ রূপ ধারণ করে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তাসহ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের প্রচেষ্টায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।