আরেক মামলায় জামিন পেলেন প্রথম আলোর প্রতিবেদক শামস
ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় দায়ের করা আরেকটি মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক সামসুজ্জামান শামস।
রোববার (৯ এপ্রিল) শামস আত্মসমর্পণ করার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ জামিন মঞ্জুর করেন।
এর আগে ৩ এপ্রিল একই আইনে রমনা থানায় দায়ের করা আরেকটি মামলায় ঢাকার একটি আদালত থেকে জামিন পান শামস। ওই দিনই তিনি জেল থেকে ছাড়া পান।
এর আগে গত ৩০ মার্চ রমনা থানায় দায়ের করা মামলায় শামসকে আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করা হয়।
মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, একজন ফটোগ্রাফারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে করা একটি প্রতিবেদনের পর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় শামসকে গত ২৯ মার্চ সাভারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যায়।