নভেম্বরের মধ্যেই মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল: ওবায়দুল কাদের
আগামী নভেম্বরে এমআরটি লাইন-৬ প্রকল্পের আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল সেবা চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো জানান, জুনের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশের কাজ শেষ হবে।
ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের উপর স্টিল-আর্চ সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি শেষে বুধবার মন্ত্রী এ সব কথা বলেন।
চুক্তি শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্মাণ করা আরও ১০০টি সেতু উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, আগামী নভেম্বরেই বিআরটিসির বহরে ১০০টি বৈদ্যুতিক ডাবল ডেকার বাস যুক্ত হবে। যার মধ্যে ৮০টি বাস ঢাকা মহানগরীর জন্য এবং বাকি ২০টি বাস চট্রগ্রাম মহানগরীর জন্য।
এছাড়া, আগামী জুন মাসে পদ্মা সেতু প্রকল্পের ঋণের আরেকটি কিস্তি পরিশোধ করা সম্ভব হবে বলেও মন্ত্রী অনুষ্ঠানে জানান।
চুক্তির আওতায় পরামর্শক প্রতিষ্ঠান প্রকল্পের ডিজাইন কনসালট্যান্ট কর্তৃক প্রণীত ডিজাইন রিভিউ করবে এবং পূর্তকাজ বাস্তবায়ন তদারকি করবে।
মন্ত্রী এ সময় জানান, ৩২৬৩.৬৩ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের উপর ৩২০ মিটার দীর্ঘ স্টিল-আর্চ সেতুসহ ১১ শত মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হবে।
এছাড়াও ৬৭০.৮০ মিটার দৈর্ঘ্যের ৩টি সড়ক ওভারপাস, ২৪০ মিটার দৈর্ঘ্যের ২টি রেলওভারপাস, ৬.২০ কিলোমিটার স্লো মুভিং ভেহিকুলার ট্রাফিক লেনসহ ৪-লেন মহাসড়ক, মূল সেতু সংলগ্ন একটি টোল প্লাজা ও একটি বিশ্রামাগার নির্মাণ করা হবে। এছাড়া স্টিল-আর্চ সেতুতে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম সংযোজন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ জেলা সদরসহ নেত্রকোণা জেলার বিজয়পুর, শেরপুর জেলার নাকুগাঁও, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার ধানুয়া-কামালপুর এর মত গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সাথে রাজধানী ঢাকার নিরবিচ্ছন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে বলে প্রকল্প দলিলে বলা হয়েছে।
এছাড়াও, বিদ্যমান শম্ভুগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এ অঞ্চলের ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলসমূহের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম করতে সেতুটি ভূমিকা রাখবে বলেও দাবি করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতুটি নির্মাণে অনেক দিন ধরেই দাবি আসছে। দীর্ঘ প্রতিক্ষর পর এই সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ার মাধ্যমে মানুষের দাবি পূরণ হচ্ছে।
ব্রহ্মপুত্র নদের ওপারে প্রস্তাবিত নতুন ময়মনসিংহ বিভাগীয় শহরের সাথে বর্তমান পুরাতন ময়মনসিংহ শহরের যোগাযোগ স্থাপনে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে প্রায় ২২,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০১২ সালে এমআরটি লাইন-৬ প্রকল্প হাতে নেওয়া হয়। পরবর্তীতে কমলাপুর পর্যন্ত আরও ১.১৬ কিলোমিটার যুক্ত করে প্রকল্পটি সংশোধন করে ব্যয় ধরা হয় ৩৩,৪৭২ কোটি টাকা।
গত বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশে সিমীত পরিসরে মেট্রোরেল সেবা চালু করা হয়। দুটি স্টেশন দিয়ে সেবা চালু করলেও এ অংশের নয়টি স্টেশনের সবগুলোতেই বর্তমানে সেবা দিচ্ছে মেট্রোরেল। মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ করলে মেট্রোরেলের সেবার আওতায় আসবে ২০.১০ কিলোমিটার।
আগারগাঁও মতিঝিল অংশের কাজে ৯৩.২৬% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।