২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে
দীর্ঘ ৮ মাস বিরতির পর অবশেষে আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মূল সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৬০ কিলোমিটার। নিয়ম না মানলে জরিমানা আরোপ করা হবে; প্রয়োজনে সিদ্ধান্ত আবারও প্রত্যাহার করা হবে।
এর আগে একই দিনে, পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণবঙ্গগামী ২১ জেলার যাত্রীবাহী মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে বিশেষ ফেরি সার্ভিস চালু করা হয়।
ঈদে মোটরসাইকেল আরোহীদের পারাপারে বিআইডব্লিউটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর নিচে ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্যদিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ।
গেল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
এর আগে, গেল বছর ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে সরকার। সেতুর টোল প্লাজার মোটরসাইকেলের অতিরিক্ত চাপ এবং একই বছর ২৬ জুন সেতুতে দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।