পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু
প্রায় সাড়ে নয় মাস বিরতির পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।
নির্ধারিত লেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিসীমায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা।
এদিকে, একটি বুথের মাধ্যমে টোল আদায়ের কথা থাকলেও দুই বুথ থেকে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী।
তিনি বলেন, দুই বুথ থেকে প্রতি মিনিটে অন্তত ২৫-৩০টি মোটরসাইকেল সেতুর ওপর দিয়ে যাচ্ছে।
এর আগে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে মোটরসাইকেলের জন্য বিশেষ ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে সেতু কর্তৃপক্ষ গত ১৩ এপ্রিল প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে পদ্মা সেতুর নিচে ২২-২৩ ও ৩৮-৩৯ নম্বর পিলারের মাঝ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয়।
এর আগে, গেল বছর ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। সেতুর টোল প্লাজার মোটরসাইকেলের অতিরিক্ত চাপ এবং একই বছর ২৬ জুন সেতুতে দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।