পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটে পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনকালে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই একনেক সভায় সিদ্ধান্ত নেন, ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে এরজন্য কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন মানতে হবে। যেমন- সেতুতে মোটরসাইকেলের গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার, ছবি তোলার জন্য সেতুতে থামা যাবে না এবং কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।"
"কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তবে সময় পরিবর্তনের সাথে সাথে আমি বিশ্বাস করি যে, মানুষের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধের উন্নতি হয়েছে," যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, তিনি আশা করছেন, সেতুর ওপর দিয়ে মোটরসাইকেলে যাতায়াতকারী সবাই নিয়ম মেনে চলবেন।
"পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। মোটরসাইকেলের কারণে পদ্মা সেতুতে যানজট সৃষ্টি হলে, সেতুতে মোটরসাইকেল চলাচল আবারও নিষিদ্ধ করা হতে পারে," বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
"তবে, যাত্রীরা সকাল থেকে নিয়ম মেনেই চলছে। আমি এর ভিডিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে," যোগ করেন মন্ত্রী।
ওবায়দুল কাদেরের সফরের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মোঃ মঞ্জুর হোসেন ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।