সুন্দরবনে বাঘের আক্রমণে ১ মৌয়াল নিখোঁজ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় এক মৌয়ালকে বাঘে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ এপ্রিল) ভোররাতে জঙ্গল থেকে উপকূলে ফিরে আসা সঙ্গী মৌয়ালেরা এ কথা জানিয়েছেন।
নিখোঁজ ওই মৌয়ালের নাম মন্টু গাজী (৫২)। তিনি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুদ আলী গাজীর ছেলে।
ফিরে আসা মৌয়াল রুহুল আমিন মালী জানান, বন বিভাগ থেকে অনুমতি নিয়ে দুটি নৌকায় মোট ২০ জন মৌয়াল গত ১ এপ্রিল সুন্দরবনে গিয়েছিলেন। একপর্যায়ে তারা সুন্দরবনের ভারতীয় অংশে প্রবেশ করেন।
এরপর ১৬ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৌয়ালদের নৌকা দুটি রেখে ছেড়ে দেয়। বাধ্য হয়ে গাছ দিয়ে ভেলা বানিয়ে নদী পার হয়ে দুই দিন পর বাংলাদেশে প্রবেশ করেন তারা।
রুহুল আমিন বলেন, 'আমরা খুব ক্লান্ত ছিলাম। ১৯ এপ্রিল রাতে তালপট্টি এলাকায় সবাই একসঙ্গে ঘুমিয়ে যাই। আকস্মিক বাঘের গর্জন শুনে ঘুম ভেঙে যায়।'
তারা জেগে উঠে আশপাশে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তবে সেখানে মন্টু গাজীকে খুঁজে পাওয়া যায়নি। সঙ্গে নৌকা না থাকায় মন্টুকে খোঁজার চেষ্টা করেননি তারা।
গাবুরা ইউনিয়নের ইউপি সদস্য আজিয়ার রহমান জানান, '১৯ জন মৌয়াল বাড়িতে ফিরেছেন তবে একজন আসেননি। ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছেন, সুন্দরবনের তালপট্টি এলাকায় মন্টু গাজীকে বাঘ ধরে নিয়ে গেছে।'
ঘটনার বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন-সংরক্ষক ইকবাল হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, 'সুন্দরবনে মৌয়ালকে বাঘে ধরেছে এমন ঘটনা জানা নেই। এ বিষয়ে কেউ বন বিভাগকে কিছু জানায়নি।'