এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত প্রায় সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০
রোববার (৩০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, এদিন পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের কারণে সারাদেশে আরও ২০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার প্রথমদিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০,৭২,১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা।
প্রথমদিনে পরীক্ষা ছিল ১৮,৯৩,৫১৬ জনের। এরমধ্যে ১৭,১৯২ জন এসএসসি পরীক্ষার্থী, ১১,৩৮৩ জন দাখিল পরীক্ষার্থী এবং ২,৮৭২ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রোববারের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বহিষ্কৃত হয়েছেন ২০ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৪ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৫ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১১ জন পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন ও বরিশাল বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এর আগে, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন রোববারে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, "প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। গুজব রটতে পারে, গুজব রটিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি হবে।"
"এ ধরনের গুজব রটানো ঠেকাতে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানেই কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে, কেউ গুজব ছড়াবার চেষ্টা করছে বা কিছু হচ্ছে, সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে," যোগ করেন মন্ত্রী।