১৪ দিন বন্ধ থাকার পর ফের সার্জারি অপারেশন শুরু হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে
১৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২ মে) থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ফের কার্ডিয়াক সার্জারি অপারেশন চালু হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, অধ্যাপক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি থাকায় এ পাঁচ দিন কার্ডিয়াক সার্জারি অপারেশন করা হয়নি। তবে ঈদের ছুটি শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এসি নষ্ট হওয়ায় আরও কয়েকদিন অস্ত্রোপচার বন্ধ রাখতে হয়।
এসি মেরামত ও আইসিইউ জীবাণুমুক্ত করার কাজ শেষ হওয়ার পরে মঙ্গলবার (২ মে) থেকে সার্জারি অপারেশন শুরু হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মোট তিনজন রোগীর সার্জারি অপারেশন করা হয়েছে।