মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা, ৫০ লাখ টাকা জরিমানা বা ৫ বছরের কারাদণ্ড হতে পারে
রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মামলাটি করেছে।
মেট্রোরেল আইন-২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী আহত না হলেও কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জানালা মেরামতে ১০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে এমআরটি কর্তৃপক্ষ।
এ ঘটনায় করা মামলার আসামিদের জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে, কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো বহুতল ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে।
৫০ লাখ টাকা জরিমানা বা পাঁচ বছর কারাদণ্ড হতে পারে
এদিকে অপরাধী শনাক্ত হলে তার পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা হতে পারে। এমনকি উভয় দণ্ড দেওয়ার বিধানও রয়েছে।
মেট্রোরেল আইন ২০১৫-এর ৩৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মেট্রোরেল এবং তার যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটায় অথবা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া মেট্রোরেল আইন ২০১৫-এর ৪৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করেন বা এ অপরাধ সংঘটনে প্ররোচনা দেন অথবা ষড়যন্ত্র করেন এবং এই ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটিত হয়, তাহলে এই সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাদানকারী এই অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হবেন।