রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ 'এমভি আনকা সান'।
শনিবার (৬ মে) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজটি। দ্রুতই জাহাজে থাকা এই পণ্য খালাস শুরু হবে জানিয়েছল মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এর আগে গেল ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পন্য বোঝাই করে মোংলা বন্দরে উদ্দেশ্যে ছেড়ে আসে এই বিদেশি জাহাজটি।
গত ২৫ এপ্রিল ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল রুশ পতাকাবাহী জাহাজ 'এমভি ইয়ামাল ওরল্যান জাহাজ।
এমভি আনকা সান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিংয়ের ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজটিতে ৬৩০ প্যাকেজের ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য রয়েছে। এসব পণ্য খালাস শেষে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এ মাসে আরও দুটি বিদেশি জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসার কথা রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, 'বর্তমান সরকারের আন্তরিকতা ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের বাস্তবমুখী পদক্ষেপের ফলে মোংলা বন্দর এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোংলা বন্দর দিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান প্রায় সব মেগা প্রগল্পের পণ্য খালাস হচ্ছে। পদ্মা সেতুর পণ্যও এই বন্দর দিয়ে খালাস হয়েছে।' আধুনিক পদ্ধতিতে দ্রুত দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান এই কর্মকর্তা।