৬ দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তার আর প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/04/27/momen-61091783e36d1.jpg)
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পর্যবেক্ষণ করেছেন যে, কয়েকটি দেশের বিদেশি কূটনীতিকের জন্য অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্রদান 'বৈষম্যমূলক'; আর এর আসলে এখন প্রয়োজন নেই কেননা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ অন্তত ছয়টি দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে আর বাড়তি নিরাপত্তা সুবিধা পাবেন না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় কোনো বিদেশি কূটনীতিককে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্রদানের ক্ষেত্রে সরকার বৈষম্য করতে চায় না, তবে অর্থের বিনিময়ে তারা এ ধরনের সুবিধা পেতে পারেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচ-ছয়টি দেশের রাষ্ট্রদূত এ ধরনের অতিরিক্ত নিরাপত্তা সেবা পান।
পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায় ইউএনবিকে ফোনে বলেন, 'যদি তারা এটি চায়, তাহলে তারা অর্থপ্রদানের বিনিময়ে এটি পেতে পারে। আমরা করদাতাদের অর্থ দিয়ে আর এই বাড়তি এসকর্ট (নিরাপত্তা) সার্ভিস দেব না।'
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, পাঁচ থেকে ছয়জন কূটনীতিক এ ধরনের সেবা পেয়ে থাকেন এবং এখন অন্যান্য কূটনীতিকেরাও এই সুবিধা চান।
তিনি বলেন, 'এটি আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত নিরাপত্তা সেবা চালু থাকায় সরকার জনগণের অতিরিক্ত অর্থ ব্যয় করতে রাজি নয়।
মোমেন বলেন, 'উন্নত দেশগুলোতে কোনো সরকারই এ ধরনের বাড়তি সুযোগ-সুবিধা দেয় না।'
মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি যে এ ধরনের সেবা প্রয়োজন।