নারায়ণগঞ্জের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব
আদালতের আদেশ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ না করার দায়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ (ডিসি) তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ৩১ মে তাদের সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যরা হলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের দায়িত্বরত কর্মকর্তা।
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এইচআরপিবি এর আবেদনের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ পাঁচটি জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট।
আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় থাকা অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিজিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।
এই আদেশের পরও নারায়ণগঞ্জের সব অবৈধ ইটভাটা এখনও উচ্ছেদ করা হয়নি। বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আবারও আবেদন করা হয়।
এর আগে ২০২০ সালে বায়ু দূষণরোধে নয় দফা নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন উচ্চ আদালত। সেই রায় বাস্তবায়নের জন্য ফলোআপ অবেদন করা হয় বিভিন্ন সময়।
আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।