ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
পোশাক শ্রমিকদের জুন মাসের প্রথম ১৫ দিনের বেতন পরিশোধ এবং ঈদের ছুটির আগে বোনাস দিতে কারখানার মালিকদেরকে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান
সরকারি কর্মকর্তা, কারখানা মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে মঙ্গলবার (৬ জুন) এক ত্রিপক্ষীয় বৈঠকে মন্নুজান বলেন, 'ঈদ যেহেতু মাসের শেষে, মালিকদের উচিত শ্রমিকদেরকে প্রথম ১৫ দিনের বেতন ও ঈদের বোনাস প্রদান করা। মালিকেরা সক্ষম হলে পুরো মাসের বেতনও দিতে পারেন, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়।'
এ সময় তিনি উল্লেখ করেন, পোশাকশিল্প রপ্তানিনির্ভর, তবে ঈদযাত্রায় সুবিধা দিতে সবদিক বিবেচনায় নিয়ে কারখানা মালিকেরা শ্রমিকদের সঙ্গে ঈদের ছুটির বিষয়ে আলোচনা করে নিতে পারেন।