বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ
বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, বেসরকারি ফলাফল অনুযায়ী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বিজয়ী হয়েছেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সি জানান, আবুল খায়ের নিকটতম প্রার্থীর চেয়ে ৩৯ হাজার ৪৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রেই এগিয়ে আ. লীগের এই প্রার্থী।
'নৌকা' প্রতীক ৭০ হাজার ৬৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের 'হাতপাখা' মার্কায় মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ৩১,১৭৭ ভোট পেয়েছেন।
আজ সোমবার (১২ জুন) সকাল ৮টায় বরিশাল নগরীতে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
বরিশালে মেয়র পদে প্রার্থীতা করেছেন সাতজন। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীতা করেন ৪২ জন প্রার্থী।
নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৬ হাজার ভোটার ভোট দিয়েছেন।