সাংবাদিক নাদিম হত্যা: জামালপুর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র্যাব
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যুর তিন দিন পর শনিবার (১৭ জুন) সকালে জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪-এর একটি দল সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার মো. মহিবুল ইসলাম খান।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার ভোরে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাদিমের মৃত্যুর পরপরই সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান আত্মগোপন করেন।
বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুর সমর্থকদের হামলায় গুরুতর আহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৫ জুন) অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪২ বছর বয়সী এই সাংবাদিক। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ইউপি চেয়ারম্যানের দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হচ্ছিলো।
নাদিমের মৃত্যুর বিচারের দাবিতে সাতক্ষীরা, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংবাদমাধ্যমের সদস্যরা।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, "খুনিরা যত শক্তিশালীই হোক না কেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।"