ঢাকায় দৈনিক ২.৫ কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়: গবেষণা
শুধু ঢাকা শহরে প্রতিদিন ২.৫ কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় বলে উঠে এসছে সাম্প্রতিক এক গবেষণায়।
রোববার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)- এর উদ্যোগে আয়োজিত 'পলিথিন-প্লাস্টিক দূষণে বিপন্ন বাংলাদেশ: করণীয় ও প্রতিকার' শীর্ষক আলোচনা সভায় জানানো হয়, ঢাকা শহরে একটি পরিবার প্রতিদিন গড়ে ৫টি পলিথিন ব্যাগ ব্যবহার করে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বাপা'র সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ এনভায়রোনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)- এর সম্প্রতি করা গবেষণাটি থেকে এসব তথ্য তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপনে এম. ফিরোজ আহমেদ বলেন, প্লাস্টিক দূষণে অবদান রাখা দেশেগুলোর মধ্যে শীর্ষ ২০টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। দেশে প্রতিদিন ৩৫ লাখের বেশি টিস্যু ব্যাগ উৎপাদন ও বাজারজাত হচ্ছে। এসব ব্যাগ পলিথিনের হলেও কাপড়ের ব্যাগ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্লাস্টিকের ব্যাগ দ্বারা অবরুদ্ধ নিস্কাষণ ব্যবস্থাকে বর্ষা মৌসুমে বাংলাদেশে নগর বন্যার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সভায় পরিবেশ অধিদপ্তরের কথা উল্লেখ করে বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, প্রতিবছর দেশে ১০ লাখ ৯৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়।
তিনি বলেন, প্রকৃতিতে মিশে প্লাস্টিক খাদ্য চক্রের মাধ্যমে উদ্ভিদ, প্রাণী ও মানুষের দেহে চলে এসেছে। এটি জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। প্লাস্টিক সমস্যার সমাধান না করলে প্রাণী ও মানবসমাজ অস্তিত্ব সংকটে পড়বে।
সভায় বাপা'র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বাপা'র পক্ষ থেকে প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিষিদ্ধে সমন্বয় সেল গঠনসহ ১৫ দফা দাবি উপস্থাপন করেন।
ইকবার হাবিব বলেন, 'থ্রি আর' (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) এর প্রতি জোর দিতে হবে। প্লাস্টিক জাতীয় বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত অ্যাকশন প্ল্যানের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তার অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- প্লাস্টিক ও পলিথিনজাত পণ্যের নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ আইনের সঠিক, দ্রুত, নির্মোহ ও কঠোর বাস্তবায়ন করা; পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ আইনের সফল প্রয়োগের জন্য সরকারি ও বেসরকারি সমন্বয়ে সেল গঠন করা; চকচকে প্যাকেটজাত খাদ্যসহ বিভিন্ন দ্রব্যাদি প্যাকেটজাতকরণে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের ওপরে উচ্চ কর আরোপের বিধান প্রবর্তন করা।
সভায় বাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাপার নির্বাহী সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাইলোজি বিভাগের অধ্যাপক ড. মাহবুব হোসেন, এসডোর হেড অব প্রোগ্রাম মনোয়ারুল ইসলাম প্রমুখ।