আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু, অক্টোবর থেকে বাণিজ্যিক সেবা
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে আজ থেকে।
মঙ্গলবার বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কার্যক্রমের উদ্বোধন করেন। সবুজ পতাকা উড়িয়ে মন্ত্রী সংকেত দিলে বিকেল ৪টা ৩৫ মিনিটে একটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স টেস্ট, ট্রায়াল রান, ইন্টিগ্রেটেড টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। অক্টোবরের শেষের দিকে প্রধানন্ত্রী শেখ হাসিনা এই সেকশনটিতে বাণিজ্যিক মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন।
এর আগে গত ডিসেম্বরে এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয়। আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত সেবা চালু হলে ২০ কিলোমিটার পথ মেট্রোরেল সেবার আওতায় আসবে।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানান, বর্তমানে দৈনিক ৭০ হাজার মানুষ উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চড়েন। এতে দৈনিক আয় ২৭ লাখ টাকা। যাত্রীর সংখ্যা ও রাজস্ব আদায় বাড়ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, পুরো লাইনটি সেবার আওতায় এলে বিপুলসংখ্যক মানুষ এর সুফল পাবে।
এর ফলে মানুষের সময় সাশ্রয়ের পাশাপাশি স্বস্তি বাড়বে বলেও মনে করেন ওবায়দুল কাদের।