আমিনবাজার চেকপোস্ট থেকে ৫০-এর অধিক ব্যক্তিকে আটকের অভিযোগ
রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে পুলিশের চেকপোস্ট থেকে ৫০ এরও অধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানীতে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে থেকে আটককৃত বেশ কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে রাজধানীর দিকে নিয়ে যেতে দেখা গেছে।
তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত চেকপোস্ট থেকে কাউকে আটকের কথা স্বীকার করা হয়নি।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ, বিশেষ কোন কারণে এটি পরিচালিত হচ্ছে না।"
এসময় চেকপোস্টে ধীরগতির কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
আমিনবাজার পুলিশের চেকপোস্ট থেকে এনামুল হক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, সকালে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তার ছোট ভাই মো. আজাদুলকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
আটককৃত আজাদুল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।
অপরদিকে ঢাকা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম অভিযোগ করেন, সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাদের অন্তত ৪০টি হাইয়েস মাইক্রো আটকে দিয়েছে।
এসময় পুলিশ গাড়িগুলোর চাবি নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে সাভারের পৌর এলাকা ছায়াবীথি মহল্লায় নিজ বাসায় অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ করেন খোরশেদ।
খোরশেদ আলম বলেন, সাভারের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য ৭০টি হাইয়েস মাইক্রো ভাড়া করা হয়।
তিনি বলেন, "সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর সোসাইটি গেইটে নেতাকর্মী ও গাড়িগুলো জড়ো হতে থাকে। বেলা ১০ টার দিকে ৩ গাড়িতে সাভার মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাশিদের নেতৃত্বে একদল পুলিশ অন্তত ৪০টি গাড়ি আটকে দেয়। এরমধ্যে তারা ১৪টি গাড়ির চাবি নিয়ে গেছে তারা।"
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, "ট্রাফিক সপ্তাহ চলছে এজন্য আমরা আমিনবাজারে রয়েছি। বিএনপির সমাবেশকে ঘিরে আমরা কাউকে আটক করিনি, কারো গাড়িও আটকাচ্ছিনা।"
খোরশেদ আলম আরও অভিযোগ করেন, আমিনবাজার চেকপোস্ট থেকে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া, আমিনবাজার চেকপোস্টে নেতাকর্মীদের আটকের খবর পেয়ে বিকল্প পথে বিরুলিয়া হয়ে সমাবেশে যাওয়ার পথে ১৫-২০ জন নেতাকর্মীসহ সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অন্যদিকে, সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে পুলিশের চলমান চেকপোস্টের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনের বলিয়ারপুর থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বাধ্য হয়ে এসময় অফিসগামী অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
আমিনবাজারে পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায় মহাসড়কের ঢাকামুখী লেনে সড়কের মাঝে ব্যারিকেড বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
এসময় পুলিশ সদস্যদের বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী ও সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করতে দেখা যায়।