২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই প্রকাশিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ফলাফল প্রকাশে সম্মত হয়েছেন বলে বুধবার (১৯ জুলাই) নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের এক সচিব।
তিনি বলেন, 'সাধারণত ছুটির দিনে ফলাফল প্রকাশ করা হয় না। আমরা আশা করেছিলাম ২৭ জুলাই বা ২৯ জুলাই প্রকাশিত হবে। তবে ২৯ জুলাই আশুরার ছুটি।'
চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে ২৮ মে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।
সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নাম্বারে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাক-কোভিড সময়ের তুলনায় এবারের পরীক্ষার্থীরা তুলনামূলক শ্রেণিকক্ষে কম উপস্থিত ছিলেন, এমন বিবেচনায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছিল।