গ্রেপ্তারকৃত বিএনপি নেতা-কর্মীদের সবাই পরোয়ানাভুক্ত আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী
এপর্যন্ত গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীরা সবাই সবাই পরোয়ানাভুক্ত আসামি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, 'আমাদের কথা খুব সুস্পষ্ট। দুর্ভোগ যারা সৃষ্টি করবেন, আইন অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এটাই স্বাভাবিক।'
আজ রোববার (২৩ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারে কোথাও বাধা দেওয়া হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেখানে ভাংচুর, বিশৃঙ্খলা হচ্ছে – আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে, সেখানে মামলা দেওয়া হচ্ছে। আর এটাই স্বাভাবিক।
"প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, একটি দল তাদের ম্যানিফেস্টো ও নীতি অনুযায়ী আন্দোলন করতে পারে, আমরা তাতে বাধা দেব না। তবুও তাদের দাবি, আমরা নাকি বাধা দিচ্ছি।"
বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা না করে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে এ অভিযোগও করেন আসাদুজ্জামান খান।
প্রসঙ্গত, গত শনিবার (২২ জুলাই) বিএনপির তারুণ্যের সমাবেশে আসা অন্তত ৩০ জনকে সন্দেহজনক আচরণের অভিযোগে রাজধানীর আমিনবাজার চেকপোস্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিন সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
এর আগে গত ১৮ জুলাই দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি পালনকালে হামলা ও সহিংসতার ঘটনায় ঢাকা ও চট্টগ্রামসহ ১২ জেলায় দায়ের করা ১৭ মামলায় বিএনপির ৯১২ জন নেতা-কর্মী, সমর্থকের নামে এবং অজ্ঞাত আরো ৬,১০০ জনকে আসামী করা হয়।
বিএনপি বরাবর গ্রেপ্তার ও আটকের মাধ্যমে হয়রানির অভিযোগ করে আসছে, যা অবৈধ বলেই দাবি তাদের।