এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৭% কমে এবার ৮০.৩৯%
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতবছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৭.০৫%।
চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ৮০.৩৯% পাস করেছে।
উল্লেখ্য, গত বছর পাসের হার ছিল ৮৭.৪৪%; তার আগের বছর, ২০২১ সালে এ হার ছিল ৯৩.৫৮%।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। অন্যদিকে গতবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২,৬৯, ৬০২।
আজ শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হয়।
পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "এবার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের দুই বছর কোভিডের কারণে আংশিক নম্বরে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছিল। তাই এবার পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে, তবে তা কোভিডের আগের ফলের সাথে সঙ্গতিপূর্ণ।"
এসএসসির ফলে এগিয়ে মেয়েরা, সর্বোচ্চ পাস বরিশাল বোর্ডে
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এবছর সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৪৮,৩৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের তুলনায় ১৩,৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর তুলনায় ছাত্রদের পাসের হার ৭৮.৮৭% এবং ছাত্রীদের পাসের হার ৮১.৮৮%।
এবার সবচেয়ে বেশি ৯০.১৮% পাস করেছে বরিশাল বোর্ডে এবং সর্বনিম্ন সিলেট বোর্ডে ৭৬,০৬%।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে।
৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এবার শূন্য পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮, যা গতবছর ছিল ৫০।
সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাক-কোভিড সময়ের তুলনায় এবারের পরীক্ষার্থীরা তুলনামূলক শ্রেণিকক্ষে কম উপস্থিত ছিলেন, এমন বিবেচনায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছিল।