কাল ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘যা কিছু প্রয়োজন সব' করবে নিরাপত্তা বাহিনী
বিএনপি ও আওয়ামী লীগ ঢাকার প্রবেশপথসমূহে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় আগামীকাল রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীগুলো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ (২৮ জুলাই) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।'
এছাড়া আগামীকাল ডিএমপির নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করা দরকার পুলিশ তা করবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ডিরেক্টর খন্দকার আল মঈনও নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে একই ধরনের কথা জানিয়েছেন।
তিনি বলেন, যেকোনো নৈরাজ্য এড়াতে শহরের বিভিন্ন চেকপোস্টে র্যাব সদস্যদের মোতায়েন করা হবে।
তবে কী পরিমাণ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিএনপির পক্ষ থেকে আগামীকাল শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোও রাজধানীর প্রবেশমুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
এসব রাজনৈতিক কর্মসূচি ঘোষণায় রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এর আগে শুক্রবার বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এটি আইনশৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
বিজিবি পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, 'আমরা রাজনৈতিক কর্মসূচির কথা শুনেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করব। তবে আমরা এখনও সম্পূর্ণ সিদ্ধান্তে আসিনি।'
তিনি আরও বলেন, 'সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করব।'
আনুমানিক কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।