ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আমিনবাজারে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে; রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
কোন রাজনৈতিক দলকে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না জানিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল্লাহ হিল কাফী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মানুষের যেন যাতায়াতের কোনো বিঘ্ন না ঘটে, জানমালের ক্ষতি না হয়, সেই লক্ষ্যে আমাদের শক্ত অবস্থান থাকবে।"
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সকালে সাভারের আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায়, আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। মহাসড়কের ঢাকামুখি লেনের পাশেই অবস্থান নিয়েছেন তারা। পাশাপাশি তৈরি আছে একটি সাদা রঙের বুলেট প্রুফ সাজোয়া যান (এপিসি)।
তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত আমিনবাজারে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায়নি।
মহাসড়কে যানবাহনও স্বাভাবিক গতিতে চলছে।