অনুমতি না পেয়ে শান্তি সমাবেশ স্থগিত করলো আ.লীগের ঢাকা দক্ষিণ ইউনিট
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় ঢাকার প্রবেশ পথগুলোতে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান দেখিয়ে আমাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।"
তবে যেকোনো ধরনের সম্ভাব্য বিশৃঙ্খলা থেকাতে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৯ জুলাই) সকালে তিনি বলেন, "প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।"
এর আগে, গতকাল (২৮ জুলাই) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঢাকার প্রবেশপথে বিএনপির ঘোষণাকৃত অবস্থান কর্মসূচি ঠেকাতে নগরীর প্রবেশপথে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
সকাল ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ও যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের সমাবেশ করার কথা ছিল।
অন্যদিকে, বিএনপি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে, গাবতলী এসএ খালেক বাস স্টেশনের সামনে, নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে এবং যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে- মোট চারটি পয়েন্টে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।