পবিত্র আশুরায় রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালো হোসাইনী দালান ইমামবাড়া
বিএনপি সহ সমমনা দলগুলোকে আশুরার দিন কর্মসূচি প্রত্যাহারের আহ্ববান জানিয়েছে হোসাইনী দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।
হোসাইনী দালান ইমামবাড়ার সুপারইনটেনডেন্ট এম এম ফিরোজ হোসেন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, "১০ই মহররম পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে, সেখানে লক্ষ লক্ষ লোকের জনসমাগম ঘটে।"
এ অবস্থায় বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের পরিবেশ, ধর্মীয় মিছিল ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করবে বলে উল্লেখ করা হয়।
"শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে রাজনৈতিক দলের এ কর্মসূচি প্রত্যাহার বা তারিখ পরিবর্তনের বিশেষ অনুরোধ করা হচ্ছে," বলেন সুপারইনটেনডেন্ট।