ধোলাইখাল-গাবতলীতে বিএনপির কর্মসূচি থেকে আটক আমানসহ অনেক নেতাকর্মী
গাবতলীতে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা ৭/৮ জনকেও পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা আমানউল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাবতলী থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও আটক করেছে পুলিশ।
ডিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গয়েশ্বরকে গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
পুলিশ প্রথমে তাকে একটি দোকানের ভেতর নিয়ে যায়। এরপর একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয় গয়েশ্বরকে।
গয়েশ্বরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে গাবতলীর অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়ে আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
আমানকে নিয়ে যাওয়ার আগে তিনি বারবার বলেন, "আমি চারবার এমপি ছিলাম, দুই বার মন্ত্রী ছিলাম। আমার নিরাপত্তা নেই।"
"আমরা পুলিশকে চিঠি দিয়ে প্রোগ্রামের কথা জানিয়েছি কিন্তু আপনারা (পুলিশ) আমাদেরকে কর্মসূচি পালন করতে দিচ্ছেন না," বলেন তিনি।
এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এসে তাকে কিল ঘুষি দেয়। পুলিশ তাকে ছেচড়িয়ে গাড়িতে তুলতে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে আমান রাস্তায় লুটিয়ে পড়েন। তার মুখ থেকে ফেনা বেরিয়ে যায়।
এর আগেই খালেক বাস স্টেশন বা বিএনপির নির্ধারিত স্থান থেকে আরও বেশ কয়েকজনকে কয়েক দফায় আটক করে পুলিশ। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।
পুলিশের সাথে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগসহ ক্ষমতাসীন দলের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মহড়া দেয়।
সকাল থেকেই লাঠিসোটা হাতে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, গাবতলি টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সের সামনে যুবলীগ, বিএনপি, সংঘর্ষে এক শিশুসহ দুজন আহত হয়। এরমধ্যে একজনকে পুলিশের গাড়িতে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজধানীর ধোলাইখাল ও গাবতলীতে বিএনপি অবস্থান কর্মসূচি শুরু করলে পুলিশি বাধার সম্মুখীন হয়। ধোলাইখালে পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ বেলা সাড়ে ১১টার দিকে।