শ্যামলীতে পুলিশের গাড়িতে, মাতুয়াইলে ৩ যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন ও একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে তিনটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়ার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার কে এন নিয়তি রায়।
এরমধ্যে একটি বাস ছিল স্বদেশ পরিবহন কোম্পানির, আরেকটি তিশা কোচের।
এক পুলিশ সদস্য বলেন, গাবতলীর দিক থেকে লাঠিসোটা নিয়ে মিছিল করতে করতে শতাধিক লোক এগিয়ে আসে। বেলা ১টা বেজে ১৫ মিনিটের দিকে তারা শ্যামলী স্কয়ারের উল্টো দিকের সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন দেন।
এসময় কয়েকটি বাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন তারা।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস এ ঘটনার খবর পায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম।
খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয় আগুন নেভাতে।
আগুনে বাহ্মণবাড়িয়াগামী তিশা কোচের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে কারা বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও ঘটনার ফলে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
এর আগে, বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচলে বিঘ্ন ঘটে।