ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা গয়েশ্বরকে, মারধরের অভিযোগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধান বলেন, "বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়েন। এসময় তাদের ধাওয়া দিলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে গাড়িতে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তাকে আমরা সেভ করেছি।"
তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে পরে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
পুলিশ প্রথমে তাকে একটি দোকানের ভেতর নিয়ে যায়। এরপর একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয় তাকে।
গয়েশ্বরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
আমাকে বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বর
এদিকে গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নীচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।
শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।