ওমানে বাংলাদেশি এমপির আটক হওয়া দেশের জন্য বিব্রতকর: পররাষ্ট্র মন্ত্রণালয়
ওমানে পূর্বানুমতি ছাড়া আয়োজন করা রাজনৈতিক সভায় যোগ দিয়ে সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনির আটক হওয়ার ঘটনা দেশের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রত্যাশা থাকবে যে বাংলাদেশি নেতৃবৃন্দ ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সভা করার ক্ষেত্রে প্রবাসীরা স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলবেন—যাতে এ ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে না হয়।'
তিনি আরও বলেন, চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ বাংলাদেশি নাগরিককে ওমানের পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে।
সেহেলী জানান, সভা করার পূর্বানুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল।
আটকের পর ওমানে বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার মাস্কাটের হাফা হাউস হোটেলে ওই সভা অনুষ্ঠিত হয়। এমপি খাদিজাতুল আনোয়ারসহ ১৭ ব্যক্তি তাতে যোগ দেন। খবর পেয়ে ওমানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভাটি বন্ধ করে দিয়ে সভায় উপস্থিত সবাইকে আটক করে। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে ছাড়া পান খাদিজাতুল আনোয়ার।