চট্টগ্রামে টানা বৃষ্টি, চলন্ত গাড়ির ওপর ধসে পড়ল পাহাড়
চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে ধসে পড়েছে পাহাড়। এসময় সড়কে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর মাটি পড়ে সেটি আটকে যায়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও লালখানবাজার-টাইগারপাস সড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (৪ আগস্ট) সকালে নগরীর টাইগারপাস এলাকার সড়কের পাশে এ ঘটনা ঘটে। ধসে পড়া মাটি পাহাড় সংলগ্ন ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে এসে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পাহাড় থেকে ধসে পড়া মাটি সরাতে ব্যস্ত ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা। রাস্তা বন্ধ হওয়ায় যানবাহনগুলো ওই অংশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জালাল আহমেদ বলেন, সকাল ৮টা ৪৫মিনিটে আমরা পাহাড় ধসের খবর পাই। এরপর আগ্রাবাদ থেকে দুইটি টিম সেখানে যায়। পাহাড়ের মাটি ধসে পড়ায় দ্বিমুখী ওই সড়কের লালখান বাজার থেকে টাইগার পাসগামী অংশে যান চলাচল বন্ধ ছিল। মাটি পড়ে একটি মাইক্রোবাস আটকে পড়ে সড়কে। সিটি করপোরেশনের কর্মীরা দ্রুত মাটি সরিয়ে নেন। পরে মাইক্রোবাসটিকে সড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, 'রাতভর বৃষ্টি হয়েছে তাই এই ঘটনা ঘটেছে। সড়কে যে মাটি ছিলো তা সরিয়ে ফেলা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
এদিকে রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। মূল সড়কের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর অলিগলিতেও। নিচতলার বাসাবাড়ি-দোকানপাটে ঢুকে পড়েছে পানি। খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনও হাঁটু পানির নিচে তলিয়ে গেছে।