কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু
ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এবং চকরিয়ায় পাহাড় ধসে পৃথক ঘটনায় মা ও মেয়েসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১ জন।
সোমবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের এ-৬ ব্লকে এ পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। নিহত দুজন হলেন মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এ ঘটনায় আহত হয়ে নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২) চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার এলাকার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা আনোয়ার ইসলামের শেডের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পর পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের ১টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটি নিচে চাপা অবস্থায় আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা এবং তার মেয়ে মাহিম আক্তার উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সোমবার বিকাল সাড়ে ৪টায় পাহাড় ধসে দেয়াল ভেঙে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে ছালেকুজ্জামান বলেন, 'পাহাড় ধসে দেওয়াল ভেঙে মাটিচাপা পড়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশুসন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু ঘটে।'