সেপ্টেম্বর থেকে গুয়াংজু, ব্যাংকক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াবে ইউএস-বাংলা
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে গুয়াংজু এবং ব্যাংকক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার পর চীনের কোনো প্রদেশে ইউএস-বাংলাই প্রথম বাংলাদেশি বিমান সংস্থা। ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে সংস্থাটি গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কোভিডের বিধিনিষেধ তুলে নেওয়ার পর কোভিড-পরবর্তী যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ারলাইন্স সংস্থাটি। বর্তমানে এই রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালিত হচ্ছে।
জানা যায়, ঢাকা থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনিবার রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। এছাড়া গুয়াংজু থেকে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও রোববার সকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে (একমুখী) ভাড়া ৩০,৬৬৯ টাকা এবং রিটার্ন (ফিরতি) টিকেটের ভাড়া ৫০,৫৪০ টাকা।
এছাড়া, আগামী ১ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যেও ঢাকা থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট এবং তা গন্তব্যে গিয়ে পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে। আবার প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে একই ফ্লাইট ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে গন্তব্যে পৌঁছাবে বিকাল ৪টা ২৫ মিনিটে। বর্তমানে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট চলাচল করছে। ঢাকা-ব্যাংকক রুটে সর্বনিম্ন ফিরতি (ফিরতি) ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২,৮৪৩ টাকা।
ব্যাংকক, গুয়াংজু ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করে থাকে। একইসঙ্গে, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অভ্যন্তরে সব রুটেই ফ্লাইট পরিচালনা করছে।