অনলাইন জুয়া, কর্তব্যরত অবস্থায় মুঠোফোন ব্যবহারে বিরত থাকতে পুলিশ সদস্যদের আহ্বান ডিএমপি প্রধানের
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পুলিশ সদস্যদেরকে অনলাইনে জুয়া খেলা এবং কর্তব্যরত অবস্থায় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত গ্র্যান্ড রোলকলে বক্তৃতাকালে ডিএমপি কমিশনার সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে পুলিশ সদস্যদের রাত জেগে মোবাইল ফোন ব্রাউজিং থেকে বিরত থাকতে বলেন।
তিনি বলেন, 'সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। আমার বিশ্বাস দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।'
ডিএমপি প্রধান বলেন, 'প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না।'
কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ সভা-সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, 'তবে কেউ যদি জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করতে চায়, তাহলে আমরা তা রুখে দেব। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের দায়িত্ব।'