সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে তার সমর্থকরা: বিএসএমএমইউ
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর প্রচারের সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, পরে ভোর চারটার দিকে তার সমর্থকেরা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বলে উল্লেখ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
এ সময় সাঈদীর সমর্থকরা অ্যাম্বুলেন্সসহ সরকারি-বেসরকারি ৭টি গাড়ি, দেয়াল ভেঙে ফেলাসহ হাসপাতালের অবকাঠামোগত ক্ষতি করে বলে জানায় বিএসএমএমইউ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিএসএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদীর মৃত্যুর সংবাদ প্রচারের সময় পরিস্থিতি শান্ত-স্বাভাবিক ছিল। পরে ধীরে ধীরে লোকজন জড়ো হওয়া শুরু করে এবং আনুমানিক ভোর ৪টা থেকে ভীতিকর ও উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএসএমএমইউর প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাঈদীর সমর্থকদের জমায়েত, মিছিল-চিৎকার রোগী ও সেবা প্রদানকারীদের সেবাদানে বাধা ও বিঘ্ন সৃষ্টি করে। তারা হাসপাতালের দুই নম্বর গেটের দেওয়াল ভাঙা, লিকুইড অক্সিজেন ট্যাংকের সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত করা, ব্রাকি থেরাপি ও ই-ব্লকের পাইপলাইন ভেঙে ফেলা, বাগানের গ্রিল উপড়ে ফেলাসহ জেনারেটর ভবনের সামনের ইট ভেঙে টুকরো টুকরো করে সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপর ছুড়ে মারে।
এর ফলে আরও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এই অবস্থায় রোগী ও সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। এছাড়া অনেক ডাক্তার, নার্স ও রোগী অসুস্থ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক করেন।