জোহানেসবার্গে শেখ হাসিনা-শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর (বাংলাদেশ সময় সাড়ে ১০টা) বৈঠকটি শুরু হয়।
২০১৬ সালের ১৪ অক্টোবর প্রেসিডেন্ট শি'র বাংলাদেশ সফরের পর এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কর্মকর্তাদের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, এ বৈঠকে চীনের নেতার সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব, বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ এবং ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ আলোচনা করতে চায়।
প্রধানমন্ত্রী ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস সংলাপে যোগ দিতে জোহানেসবার্গে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং দুই দেশ সরকারের সঙ্গে বেসরকারি খাতের ১৩ বিলিয়ন ডলারের পাশাপাশি মোট ২৩ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি প্রকল্প ও সমঝোতা স্মারক সই করেছে।