সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রিখটার স্কেলে এই ভুমিকম্পের মাত্রা ৪ দশমিক ৬ ছিল বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ।
এতে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম।