তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা
দীর্ঘদিন পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে নদীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুইপাড়ে ভিড় করেছিল উচ্ছ্বসিত হাজারো মানুষ।
ভরা তিতাসে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের উৎসব। এবার প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে ১৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ আর প্রিয় দলকে সমর্থন দিতে দুপুর থেকেই ভিড় করতে থাকে দর্শনার্থীরা।
জাঁকজমকপূর্ণ এ নৌকাবাইচ ঘিরে পুরো জেলা শহরই উৎসবের আমেজে মেতেছিল।
নৌকাবাইচ দেখতে ঢাকা থেকে আসা ফিরোজ মিয়া জানান, তিতাস নদীতে নৌকা বাইচ হবে শুনে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় আসার। দুপুর আড়াইটার দিকে ৫-৬ জন মিলে বাইচ দেখতে আসেন। নৌকাবাইচ প্রতিযোগিতা বিকেলটাকে আরও প্রাণবন্ত করে তোলে বলে জানান তিনি।
জেলা শহরের বাসিন্দা আশিকুল ইসলাম জানান, বন্ধুদের নিয়ে বাইচ দেখতে এসেছেন। এই প্রতিযোগিতা তাকে অনেক আন্দোলিত করে। প্রতিবছর এমন আয়োজন করার দাবি জানান তিনি।
এবারের প্রতিযোগিতায় জেলার নবীনগর উপজেলার আব্দুল আলীর নৌকা বিজয়ী হয়। বিজয়ী দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় হওয়া দল ৫০ হাজার এবং তৃতীয় স্থান অর্জন করা দলকে ৩০ হাজার টাকা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মানুষকে আনন্দ দিতেই জেলা প্রশাসনের এই আয়োজন। এটি আগামীতেও অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে হবে।