মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন বরখাস্ত ডিএজি এমরান ও তার পরিবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্ত হওয়ার পর নিজের জীবন হুমকিতে আছে উল্লেখ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া এমরান আহম্মদ ভূঁইয়া নিজের বাসায় ফিরে গেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তিনি রাত সোয়া ৯টার দিকে তার ঢাকার লালমাটিয়ার বাসায় ফিরে গেছেন।'
তিনি আরও বলেন, 'দূতাবাসে থাকার সময় [কারও সঙ্গে] তার কোনো কথা হয়েছে কি না, আমরা জানি না।'
এর আগে ইমরান ও তার পরিবারকে একটি ধূসর করোলা সেলুন গাড়িতে করে মার্কিন দূতাবাস ছাড়তে দেখা গেছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। তাদের সঙ্গে পুলিশের গাড়িও যায়।
এদিকে এমরানের উদ্ধৃতি দিয়ে ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার এক প্রতিবেদন উল্লেখ করেছে, স্থানীয় কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তিনি ও তার পরিবার মার্কিন দূতাবাস ছেড়ে যাচ্ছেন।
এমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছে। আমি ভিসা পেতে মার্কিন দূতাবাসে যাইনি। হুমকি পাওয়ায় সেখানে গিয়েছিলাম।'
এর আগে সাবেক এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুক্রবার (৮ সেপ্টেম্বর) আশ্রয় চেয়ে পরিবারসহ মার্কিন দূতাবাসে যান।
শুক্রবার বিকেলে এমরান দ্য ডেইলি স্টারকে একটি খুদে বার্তার মাধ্যমে মার্কিন দূতাবাসে যাওয়ার কথা জানান।
ওই খুদে বার্তায় এমরান বলেন, 'আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। …আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবত অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালবাসার প্রতিদান দেয় জেল দিয়ে।
'আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার ৩ মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।'
এর আগে গত ৪ সেপ্টেম্বর এমরান আহম্মদ ভূঁইয়া জানান, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ করতে বিশ্বের ১৭০ বিশিষ্ট ব্যক্তি যে চিঠি দিয়েছেন, তার প্রতিবাদে অ্যাটর্নি জেনারেল অফিসের বিবৃতিতে তিনি সই করবেন না।
ড. ইউনূসকে 'বিচারিক হয়রানি' করা হচ্ছে বলে মন্তব্য করে বিবৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছেন বলে জানান এই সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
এর পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া ড. ইউনূসের পক্ষে মন্তব্য করে ইমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এদিকে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।