‘ছাত্রলীগ নেতাদের নির্যাতনের’ জন্য এডিসি হারুনকে কক্সবাজার এবিপিএনে বদলি
রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের অভিযোগে প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর রশিদকে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এবিপিএন) বদলি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তাকে কক্সবাজার এপিবিএনে বদলির আদেশ জারি করা হয়।
এর আগে পুলিশ হেফাজতে নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুন-অর রশিদকে পুলিশের রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে [পিএমও] সংযুক্ত করা হয়েছিল বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, 'এডিসি হারুনের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বিরোধ ছিল। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে বলেন, 'এই প্রথম হারুনের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তের ব্যবস্থা করা হয়েছে।'
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমের সঙ্গে তর্কাতর্কির পর এডিসি হারুন তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যান এবং বেধড়ক মারধর করেন বলে জানা গেছে।