এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ: মির্জা ফখরুল
বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়া সদরের এরুলিয়া বাজারে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, "বিদ্যুতের দাম তিন-চারবার করে বাড়ছে; তেলের দাম তিন-চারবার করে বাড়ছে। দাম নির্ধারণ করে দিলেই কি দাম কমানো যায়? দ্রব্যমূল্য কমাতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।"
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত রোডমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "চুরি করে তারা বিদেশে বাড়িঘর নির্মাণ করেছে। সবচেয়ে বড় চুরি কী করেছে? আমার দেশের ভোটের অধিকার তারা চুরি করেছে।"
ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া হতে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে সকাল থেকে বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতা-কর্মীরা এরুলিয়া এলাকায় জমায়েত হতে থাকে। রোডমার্চটি বগুড়ার সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে।