দিল্লি কি বলে দিয়েছে বাংলাদেশে নির্বাচনের দরকার নাই? কাদেরকে ফখরুলের প্রশ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 'দিল্লি আছে, আমরাও আছি, আমরা আছি দিল্লিও আছে? – কি বুঝাতে চাইছেন, দিল্লি কি আপনাদের জানিয়েছে যে এভাবে অপকর্ম করতে থাকো? দিল্লি কি বলে দিয়েছে দরকার নাই নির্বাচনের? দিল্লিকে বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও? তাহলে পরিষ্কার করে বলেন!'
বুধবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে পেশাজীবীদের এক কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন,'আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন ভয় নাই, ওরে ভয় নাই –তলে তলে আপস হয়ে গেছে- তাহলে স্বীকার করলেন এতদিনে আপস ছিল না। আসলে আপনাদের মতো এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে খুঁজে পাবেন না। এর আগে তাদের পররাষ্টমন্ত্রী বলেছিল আলোচনা হয়েছে, আসলে কোন আলোচনা হয়নি। বলেছে বৈঠক হয়েছে, আসলে কোন বৈঠকও হয়নি। ছবি তোলার জন্য কত লবিং করেছে সেটা আমরা সবাই জানি।'
বিএনপি মহাসচিব বলেন, তাদের যেমন দেশের মানুষ বিশ্বাস করে না, গণতান্ত্রিক বিশ্বের মানুষও বলে দিয়েছে তোমাদের আমরা আর বিশ্বাস করি না। যেসব দেশ সারাবিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চায়-তারা স্পষ্ট করে বলে দিয়েছে ২০১৪ সালে নির্বাচন হয়নি ও ২০১৮ সালেও কোন নির্বাচন হয়নি। এবারও তাদের অধীনে কোন নির্বাচন হতে পারে না, তাদের অধীনের কোন নির্বাচনকে কখনো বৈধতা দেয়া হবে না।'
ফখরুল বলেন, প্রায় ২ বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি, ইতোমধ্যে অমাদের ২২ জন নেতাকর্মী শহীদ হয়েছে এ চলমান আন্দোলনে। এখনও আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কিন্ত একথা বলি নাই যে আপনারা বাধা দিলে এ আন্দোলন সব সময় শান্তিপূর্ণ থাকবে।