পারমাণবিক শক্তি শান্তির জন্য ব্যবহার করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, 'পারমাণবিক শক্তি আমরা শান্তির জন্য ব্যবহার করব।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি 'ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল' বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রামপর্যায়ে মানুষের কাছে যাবে। মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। এখন আমরা বিদ্যুৎ উৎপাদন করে ৯২ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। মানুষের উন্নতি হলে বিদ্যুতের চাহিদা বাড়বে।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর জোর দেন।
অনুষ্ঠানে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাশিয়া। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।