রাতেই ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ: রিজভী
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলটির জনসমাবেশ আজ। এই সমাবেশকে ঘিরে গতকাল রাতে ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার সকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, "গতকাল রাত থেকে সরকারের লেলিয়ে দেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের বাসায়, মেসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক, গ্রেপ্তার করছে। এই সমাবেশকে ঘিরে সরকারের গোয়েন্দা সংস্থা বিভ্রান্তিকর গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে।"
বিএনপির এই মুখপাত্র বলেন, "জনগণের বিজয় দুয়ারে কড়া নাড়ছে, এই সরকারের কোন অপচেষ্টাই আজকের জনসমাবেশ বাধাগ্রস্ত করতে পারবে না।"
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গুলশানের বাসভবন থেকে আটক করা হয় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়াও জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটক করা হয় বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপার্সন প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
অন্যদিকে বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন মামলায় আগে থেকে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হচ্ছে।