সাভার-আশুলিয়া থেকে আটক ২৭ বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন থানায় হস্তান্তর
রাজধানীতে গতকাল বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজার ও আশুলিয়ায় আশুলিয়া ব্রিজ এলাকায় পরিচালিত পুলিশের চেকপোস্ট থেকে আটক বিএনপির মোট ২৭ জন নেতাকর্মীকে রাতেই বিভিন্ন থানায় হস্তান্তর করেছে সাভার ও আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়গুলো নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
এরমধ্যে টাঙ্গাইল থেকে সমাবেশে যাওয়ার পথে আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট থেকে আটক ২৬ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় টাঙ্গাইলের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মনির।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন টিবিএসকে বলেন, "আশুলিয়া থানা পুলিশের কাছে আটক ২৬ জনকে আমাদের থানায় গতকাল রাতে হস্তান্তর করা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
অপরদিকে সব মামলায় জামিনে থানা সত্বেও সাভারের আমিনবাজার এলাকায় বুধবার সকালে পুলিশের চেকপোস্ট থেকে আটক মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে ১৬/১৭ ঘণ্টা আটক রাখার পর রাত ২টার দিকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
আতাউর রহমান আতাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছিলো। তাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।"
তার বিরুদ্ধে কোন মামলা কিংবা ওয়ারেন্ট ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, "সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছিলো, তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মামলা রয়েছে।"
একটি জিডিমূলে আতাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও টিবিএস'কে নিশ্চিত করেন তিনি।
অপরদিকে আতাউর রহমান আতার বিরুদ্ধে কোন মামলা কিংবা ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে আজ বেলা ১২টার দিকে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাতে সাভার মডেল থানা পুলিশ আতাউর রহমান আতাকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে, এখনই কিছু বলতে পারছি না।"
অন্যায়ভাবে আতাউর রহমান আতাকে দীর্ঘ সময় পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে অভিযোগ করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির টিবিএসকে বলেন, "আতাউর রহমান আতার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে সবগুলোতেই তিনি জামিনে আছেন, নিয়মিত হাজিরা দিচ্ছেন। কোন কারণ ছাড়া, কোন সিচুয়েশন ছাড়া, অভিযোগ ছাড়াই অন্যায়ভাবে ১৬ ঘণ্টা তাকে সাভার মডেল থানা পুলিশ আটক রাখে। এমনকি রাত ২টার পর তাকে মানিকগঞ্জ থানায় হস্তান্তর করা হলেও এখনো তাকে আদালতে পাঠানো হয়নি।"
"আতাউর রহমান আতাকে আটক রাখার এই ঘটনায় তার যে নাগরিক স্বাধীনতা, তার অধিকার, সেটি খর্ব করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মূলত বিএনপির আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে এটি করা হয়েছে। তিনি যেন কোনভাবে সমাবেশে যোগ দিতে না পারেন, বিএনপির নেতাকর্মীদের উপর সরকারের যেই দমনপীড়ন, এটি তারই অংশ," বলেন তিনি।
এসময় গতকাল সমাবেশে যাওয়ার পথে আতাউর রহমান আতা ছাড়াও বিএনপির ও এর অঙ্গসংগঠনের পদধারী আরও ৫ নেতাকর্মীকে মানিকগঞ্জ থেকে আটক করা হয়েছে বলেও জানান এই নেতা।