বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী সোম বা মঙ্গলবার থেকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আর দুদিন পর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
আর এই নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানান বজলুর রশীদ। তিনি বলেন, "রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ দ্য বিজনেস স্টাডার্ডকে বলেন, ২০ অক্টোবর কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটির আগামী ৩ দিনে (২৪ শে অক্টোবরের মধ্যে) নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী ৩ দিনে উত্তর-পশ্চিম দিকে ভারতের উড়িশা রাজ্যের উপকূলের দিকে অগ্রস হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ অক্টোবরের পর থেকে নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা রাজ্যের উপকূল ঘেঁষে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
মোস্তফা কামাল পলাশ বলেন, আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ২০ অক্টোবরের পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নিম্নচাপ আকারে আগামী ২৭ অক্টোবর সকাল ৬টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৮৯১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ১ হাজার ৬২০টি ঘূর্ণিঝড় ও অতি তীব্র ঘূর্ণিঝড় হয়েছে। আর নিম্নচাপ তৈরি হয়েছে ৯৪১টি। ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অক্টোবর মাসে হয়েছে ২৫৫টি, নভেম্বরে ২১৯ ও ডিসেম্বরে ১০৫টি। অতি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে অক্টোবরে ৪২টি, নভেম্বরে ৭৪ ও ডিসেম্বরে ২৮টি হয়েছে।