ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন
কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে রিলিফ ট্রেন। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে উদ্ধারকারী ট্রেনটি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ি রেলস্টেশন, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এবং চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব ট্রেনের হাজারো যাত্রী।
এর আগে বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী আরেকটি কনটেইনার ট্রেনের সংঘর্ষ হয়। এতে এগারোসিন্ধু ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এ ঘটনায় সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।