বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটকের অভিযোগ
ডাকসু'র সাবেক জিএস ও বিএনপি'র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।
বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, খাইরুল কবিরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে। এছাড়া, নরসিংদীর মামলার ওয়ারেন্টও আছে তার বিরুদ্ধে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়ে থাকতে পারে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।