সাভারে বাসে অগ্নিসংযোগ
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে মৌমিতা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-১৭৮৯) এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া বাসটির মালিক মো. আলাউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'আজ সকালে বাসটি আওয়ামী লীগের সমাবেশের জন্য রিজার্ভ যায়। সেখান থেকে ফেরার পর সন্ধ্যায় এর চালক ও হেলপার বাসটিকে হেমায়েতপুরের কফিল উদ্দিন ফিলিং স্টেশনের বিপরীত দিকের ইউটার্নে পার্ক করে বাসায় চলে যায়। পরে রাত ৯টার কিছু সময় পর বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমরা ছুটে আসি। এসে দেখি বাসে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি আমরা, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।'
তিনি বলেন, 'বাসের পাশে একটি বোতলে কিছু পেট্রোল পেয়েছি আমরা। ধারণা করছি, কে বা কারা ওই বোতলের পেট্রোল দিয়ে বাসে আগুন দিয়েছে।'
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, 'রাত সাড়ে ৯টার দিকে আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।'
যোগাযোগ করলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'দুষ্কৃতকারীরা হেমায়েতপুরে একটি বাসে অগ্নিসংযোগ করেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'